Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থা:

ফেনী সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।

সদর উপজেলা কমপ্লেক্স থেকে সিএনজি যোগে মোটবী ইউনিয়নস্থ লস্করহাট বাজারে আসা যায়।

 

উপজেলা থেকে ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা:

(১) রিক্সা ভাড়ার হার : ৩০-৪০ টাকা।

(২) সিএনজি ভাড়ার হার : ২০-২৫ টাকা।
 

মোটবী ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াত তথ্য:

(১) লস্করহাট বাজার থেকে ইজ্জ্বতপুর পর্যমত্ম রিক্সা ভাড়া ৫০ টাকা।

(২) লস্করহাট বাজার থেকে সাতসতি পর্যমত্ম রিক্সা ভাড়া ৪০ টাকা।

(৩) লস্করহাট বাজার থেকে কচুয়া পর্যমত্ম রিক্সা ভাড়া ৪০ টাকা।

(৪) লস্করহাট বাজার থেকে বাঘাইয়া পর্যন্ত রিক্সা ভাড়া ৪০ টাকা।
(৫) লস্করহাট বাজার থেকে গঙ্গানগর পর্যন্ত রিক্সা ভাড়া ৬০ টাকা।

(৬) লস্করহাট বাজার থেকে সাহাপুর পর্যন্ত রিক্সা ভাড়া ৪০ টাকা।

(৭) লস্করহাট বাজার থেকে উত্তর লক্ষ্মীপুর পর্যন্ত রিক্সা ভাড়া ৪০ টাকা।

(৮) লস্করহাট বাজার থেকে মধ্যম লক্ষ্মীপুর পর্যন্ত রিক্সা ভাড়া ৪০ টাকা।
(৯) লস্করহাট বাজার থেকে মোটবী পর্যন্ত রিক্সা ভাড়া ২০ টাকা।