১৯১০ সালে লস্করহাট বড় জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম মসজিদটি দÿÿণ লÿীপুর ইসমাইল মিয়াজী বাড়ীতে মরহুম ইসমাইল মিয়াজী চালু করেন। এরপর তারই সহযোগিতায় মিয়াজী বাড়ীর সামনের জমিতে মসজিদটি স্থানামত্মরিত হয়য়। তখন এ মসজিদটির নাম ছিল দÿÿণ লÿীপুর জামে মসজিদ। এ মসজিদে ইসমাইল মিয়াজীই সর্বপ্রথম খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মৌলভী আবদুল হক খতিবের দায়িত্ব পালন করেন। আবার স্থানামত্মরিত হয়ে ৩৬ শতাংশ জায়গার নিয়ে লস্করহাট বাজরের দÿÿণে নতুন করে প্রতিষ্ঠিত হয় লস্করহাট বড় জামে মসজিদ নামে। মানুষের সহযোগিতায় ক্রমেই মসজিদটি আধুনিক রূপ নিতে থাকে।
২০০৫ সালে কুয়েতের অনুদানে মসজিদটি ৫০ লÿ টাকায় আধুনিক ভাবে পুন:নর্মাণ করা হয়। বর্তমানেদৃষ্টি নন্দন এই মসজিদটিতে প্রাং ১০০০ লোক এক সাথে নামায পড়তে পারে। বর্তমানে খতিব মাওলানা এনামুল হক ও মুয়াজ্জিন শরীফুল ইসলাম ছাড়াও প্রায় ১০ জন লোক কাজ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস