Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অধ্যাতিক সাধক আমির উদ্দিন শাহ
স্থান
শাহাপুর
কিভাবে যাওয়া যায়
লস্করহাট বাজার থেকে সামান্য উত্তরে শাহাপুর গ্রামের ফকির বাড়ীতে সিএনজি ও রিক্সা যোগে যাোয়া যায়।
বিস্তারিত

যে সব ওলি-আওলিয়া, ফকির-দরবেশ ইসলাম প্রচারের জন্য এদেশে আগমন করেন আমির উদ্দিন শাহ তাদের মধ্যে এক জন।তার আগমন সম্পর্কে সঠিক কোন ইতিহাস জানা যায় না। তবে ১৯১৪ সালে তার নামানুসারে শাহপুর গ্রামের নামকরণ হয়েছে বলে লোকমুখে শোনা যায়।ধারণা করা হয় ১৮০০ সালের কোন এক সময় তিনি এখানে আগমন করেন এবং তিনি এখানে থেকে ইসলাম প্রচারের কাজ শুরু করেন।তিনি যেখানে বসবাস করতেন সে বাড়িটি এখন ফকির বাড়ী হিসেবে পরিচিত।সে ফকির বাড়ীর সামনে তেতুল গাছের নীচে তিনি শুয়ে আছেন।

প্রায় প্রতিনদনই তার অসংখ্য শুভাকাঙ্খি ও ভক্তরা দুর দুরান্ত থেকে ছুটে কবর জিয়ারত করার জন্য।