Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোটবী মুন্সি মোহাম্মদ আলী জামে মসজিদ
স্থান
মোটবী
কিভাবে যাওয়া যায়
ফেনী শহর থেকে সিএনজি ও রিক্সা যোগে লস্করহাট বাজার হয়ে ঐতিহ্যবাহী এ মসজিদটিতে যাওয়া যায়।
বিস্তারিত

মোটবী মুন্সি মোহাম্মদ আলী জামে মসজিদ।কারুকার্য খচিত মোটবীর সর্বপ্রাচীন মসজিদ হিসেবে সর্বমহলে পরিচিত।সুউচ্চ তিনটি মিনার বিশিষ্ট এ মসজিদটি শত বছরের ইতিহাস বহন করছে।মসজিদে ভেতরকার সুরুচিপূর্ণ কারুকার্য আকৃষ্ট করে যে কাউকেই।প্রাচীন এ মসজিদটি দেখার জন্য দুর দুরান্ত থেকে প্রতিদিনই মানুষ ছুটে আসে।১৮২২ সালে মুন্সেফ (বিচারপতি) মোহাম্মদ আলী প্রায় ১০০ একর জায়গার উপর সুবিশাল দিঘি এবং এ মসজিদটি নির্মাণ করেন।অদুনিক স্থাপত্য শৈলী বিশিষ্ট মসজিদটি প্রায় ৯ শতাংশ জায়গার উপর নির্মিত। সীমানা প্রাচীরে ঘেরা মসজিদটি শত শত বছর ধরে এ অঞ্চলে মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বিশেষ ভুমিকা রাখছে।প্রায় ২০০ শ’ বছরের ঐতিহাসিক মসজিদটি অপরিপক্ক হাতে কয়েকবার সংস্কারের কারণে তার সৌন্দর্য হারাতে বসেছে।