মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের সিরাজুল হক মাষ্টার বাড়ীর সামনের আম বৃক্ষটির বয়স প্রায় ৩০০ বছর। প্রাচীন এ বৃক্ষটি শতশত বছর ধরে কর্মক্লান্ত মানুষকে ছায়া দিয়ে শীতল করে চলেছে।চারপাশে ছড়ানো বিস্তৃর্ণ ডালপালা ও শিকড় মানুষকে অবাক করে।ছড়ানো শিকড় মানুষ বিশ্রাম নিয়ে অলস দুপুর কাটিয়ে দেয়। এছাড়ও প্রতিবছর বৃক্ষটি কয়েক হাজার কেজী আম উপহার দেয় এ অঞ্চলের মানুষদের।
প্রাচীন এ বৃক্ষটি একবার দেখার জন্য ছুটে আসেন কেউ কেউ।প্রকৃতির নৌসর্গিক লীলা দেখে চোখ জুড়ায়।একটু জিরিয়ে নেয় প্রকৃতির বৃক্ষ ডালের ছায়ায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস