ওলি আওলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ।অসংখ্য ওলি-আওলিয়া, ফকির-দরবেশ ইসলাম প্রচারের জন্য এদেশে আগমন করেন।শাহজালাল, শাহপরান, খাজা মাঈন উদ্দিন চিশতি, বয়েজিদ বোস্তামি ও চট্টগ্রামের বার আওলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন।
কালা ফকির ও গোরা ফকির দু’ ভাই ধর্ম প্রচারের জন্য আজ থেকে ৪০০ বছর আগে এ চট্টগ্রামে আসেন বলে জানা যায়। ইসলাম প্রচার করতে তিনি প্রায় ৪শ’ বছর আগে লস্করহাটের এ স্থানটিতে বিশ্রাম নেন কালা ফকির।এর আগে এখানকার মানুষ কালা ফকিরের বিভিন্ন কেরামতি ও তার অধ্যাতিক জ্ঞান সম্পর্কে জানতো বলে তার এস্মৃতি চিহ্নটি স্মরণ করে রেখে দেয় তার ভক্ত ও শুভাঙ্কাখিরা। কালের বিবর্তনে এ স্থানটুকু কালা ফকিরের মাযার হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস